বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

উত্তরায় কিংফিসার রেস্টুরেন্ট ও বারে অভিযান : আটক-২, বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানীর উত্তরায়  তারিখ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং কিংফিসার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় দু’জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, মো.এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)। কিংফিসার রেস্টুরেন্ট ও বারের মালিক মো. মোক্তার হোসেন বিদেশে থাকায় পলাতক হিসেবে তাকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উত্তরা পচিম থানার ১৩ নং সেক্টর ৩৯, গরিব – ই- নেওয়াজ এভিনিউস্হ উত্তরার কিং ফিসার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে ওই বহুতল ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন বড় একটি সেফটিক ট্যাংক থেকে বিপুল পরিমান বিদেশি মদ ও বিয়ার উদ্বার করা হয়।

অভিযানকালে সংস্থার উপ-পরিচালক শামীম আহমেদ এর নেতৃত্বে মো: বজলুর রহমান, উপপরিচালক (অপারেশন্স) ও সহকারী পরিচালক রাহুল সেনসহ ঢাকা মেট্রো কার্যালয় উত্তরের একটি টীম অভিযানে অংশ দেয়।

শামীম আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার কিংফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল মদ জব্দ করা হয়। এছাড়া ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এসব বিদেশি মদ ও বিয়ার শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল। জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা।

তিনি আরও জানান, কিংফিসার রেস্টুরেন্টের অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্নকভাবে বিষিয়ে তুলেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেফতার করায় আনন্দ উল্লাস করেন স্থানীয়রা।

কিংফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বারের মালিক মো. মোক্তার হোসেন দেশের বাইরে থাকায় তাকে পলাতক হিসেবে এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com