শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
কাজি আরিফ হাসান:
ঢাকা উত্তর সিটির দক্ষিণ খানের সাবেক চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তথ্য নিয়ে জানা যায়,গতকাল শাকিল(২১)দক্ষিণ খানের সাবেক চেয়ারম্যানের এস এম তোফাজ্জল হোসেনের বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে শাকিল সাঁতার না জানায় পুকুরের গভীরে তলিয়ে যায়। পরবর্তী দিন শুক্রবার সকালে এলাকাবাসী তার মরদেহ ভেসে উঠতে দেখে।
এলাকাবাসী ওই ভেসে ওঠা মরদেহ উঠাতে কেউ সাহন না পেলে দক্ষিণ খান থানা পুলিশকে জানা,তথ্য পেয়ে দ:খান থানার পুলিশ এসে তরুন শাকিলের মরদেহ উদ্ধার করে। দক্ষিণ খানা থানা সুত্রে,পুলিশ পরিদর্শক জানান,নিহতের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
শাকিল তার পরিবারের সঙ্গে দক্ষিণ খান হাতিমবাগ কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন শ্যামল বাগে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। সন্তানের এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দ:খান থানায় মামলার কোনো তথ্য মেলেনও।