শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি
পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো এই শ্লোগান কে সামনে রেখে, ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫০ তম সুবর্ন জয়ন্তী উপলক্ষে ফুলকুঁড়ি আসর জামালপুরের উদ্যোগে পুরস্কার বিতরনী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর শুক্রবার বিকালে স্থানীয় জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানর আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসর জামালপুরের সভাপতি প্রফেসর মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে সুবর্ন জয়ন্তী পুরস্কার বিতরনী ও শিশু সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সা্জন ডাঃ মোঃ ফজলুল হক,প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসর ময়মনসিংহ মহানগরীর শিক্ষা সাহিত্য সম্পাদক মির্জা সিফাত আহমেদ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।