মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি সময়, বিএনপি নেতার ছেলেসহ গ্রেফতার ৮ গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা আলম খান গ্রেপ্তার,এলাকাবাসীর আনন্দ প্রকাশ ‎ রাজধানী উত্তরা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার মেট্রোর মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলম ডিবির হাতে গ্রেফতার মেট্রো মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার!* মেট্রোরেল চোরাই মাল অনুসন্ধানে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, ও মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানায় মামলা, গ্রেফতার -১ জন

নৌবাহিনীর অভিযানে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে মাদকসহ ২ ব্যবসায়ীকে আটক

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিনিধি //

ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার হাসিব এর নেতৃত্বে শনিবার ০৫-১০-২০২৪ ভোর রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মোঃ মেজবা উদ্দিন এবং মোঃ বাহারুল শিকদারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা , দেশীয় মদ , দেশীয় অস্ত্র (০৯ টি রামদা , চাকু ০১টি, বল্লম ০৮টি ) , নগদ ৩৫,৬৯০ টাকা এবং ১১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।

এদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত টাকা , গাঁজা , মোবাইল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com