শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রুবেলের বসত ঘরে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও পেয়ারা বেগম সহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় নগদ টাকাসহ ৩০,০০০/ হাজার টাকার ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
আনোয়ার,আব্দুল গনি, আবুল কাশেম, শারমিন রুমি, মিতু শুক্রবার (১১ই আক্টেম্বর ) সকাল ১০টায় সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নের
খোসাল মিঝি বাড়িতে অটো চালক রুবেলের বসত ঘরে একদল লোক এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
আহতরা হলেন, রুবেল, সেলিনা, পেয়ারা বেগম। পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময় ৮-১০ জনের একদল ‘ডাকাত’ রুবেল বসত ঘরে ঢুকে পড়ে। ওই সময় সেলিনা আক্তার গলা-কান থেকে স্বর্ণের চেইন-দুল ও আংটি ছিনিয়ে নেয়। এই সময় বাধা দিলে সেলিনা কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।
অভিযোগ অস্বীকার করে, আবুল কাশেম বলেন, আমার বাবার কেনা ৩৬ শতাংশ জমি রুবেল ও তার ভাই বোনেরা দখল করেছে। এনিয়ে আদালতে মামলা চলছে। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও আমি চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটেছে। এটি ডাকাতি নয়। ঘটনাস্থল গিয়ে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে