রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা :
রাজধানী তুরাগ থানার ডিয়া বাড়ী (বউ বাজার) এলাকায় উত্তরার মেট্রোরেল উত্তর স্টেশন সংলগ্ন ফুডকোর্ট নামক একটি মার্কেট উচেছদের প্রতিবাদে মঙ্গলবার সভা ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্প্রতি
বুলডোজার দিয়ে উক্ত মার্কেটটি গুড়িয়ে দেয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি দ্বিতীয় বারের মতো শান্তি পূর্ণ ভাবে পালন করে। এতে করে ৪/৫ শ পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হলে জানান ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১০টায় উত্তরা ও তুরাগের ডিয়াবাড়ী ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ব্যবসায়ীরা এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অংশ নেয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এই প্রতিবাদ সভা শান্তিপূর্ন ভাবে মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে সাড়ে ১১ টায় সমাপ্তি হয়। ক্ষতিগ্রস্হ কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান , উচ্ছেদের আগে আমাদেরকে কোন ধরনের নোটিশ দেয়া কিংবা জানানো হয়নি। উচেছদ করে আমাদের আর্থিক ভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। আমাদের লাখ লাখ টাকার মালামাল ভাংচুরও ক্ষতি করা হয়েছে। এতে করে আমরা যারা ছোট খাটো ব্যবসায়ী আছি তারাই আর্থিক ভাবে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরো জানান, আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদেরকে এখন কে দেখবে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কার কাছে যাবো! আমরা ৪শ লোকের কর্মসংস্থান চাই। আমরা আমাদের দোকানের ক্ষতি পূরণ চাই! এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিস পত্রের দাম। এব্যাপারে সরকার প্রধান, রাজউক চেয়ারম্যান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।