রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার্স
রাজধানী উত্তরা, বৃহস্পতিবার তারিখ ২৮/১১/২০২৪ ইং ডিপিএস স্কুল এর উত্তর পাশে সেক্টর ১৫ মালিকের নাম মোঃ মুনসুর ডাইরেক্ট গভীর নলকুপ এর পানি দিয়ে চলছে রমরমা পানির ব্যবসা। এই লোক কোন ভাবে মানছেন না সরকারি নিয়ম কানুন। পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে দূষিত পানির অপর নাম মরণ।
এ কারণে মানব দেহের জন্য বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। বিশুদ্ধ পানির খোঁজে অনেকেই বেছে নেন হরেক রকম পন্থা।বোতলজাত পানি আপনার তৃষ্ণা সাময়িকভাবে মেটাবে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারবে না।”পানি যেমন মানুষের জীবন রক্ষা করে তেমনি পানির মাধ্যমে মানুষের জীবন ধ্বংস করে ফেলে। পানি উত্তোলনের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, সেটি সঠিক নয়। বরং বোতলজাত পানি শিল্পে খুবই কম পরিমাণ পানি ব্যবহার করা হয়।”
ভূগর্ভস্থ থেকে তোলা হচ্ছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। অনেক দেশেই আবার ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনায় তেমন মনোযোগ দেওয়া হয় না। যার ফলে পরিবেশগত ঝুঁকির কথা বিবেচনা না করেই ইচ্ছামতো পানি তোলা হয়।বোতলজাত পানি তৈরিতে মাটি থেকে পানি উত্তোলন বড় পরিসরে খুবই সামান্য পরিমাণ মনে হলেও স্থানীয় পর্যায়ে এর খুবই বড় প্রভাব রয়েছে।
এমনকি বোতলজাত পানি উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান যেসব জায়গা থেকে পানি উত্তোলন করছে, ক্ষেত্রবিশেষে সেখানে ইতোমধ্যেই পানির সংকট রয়েছে। যার ফলে স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও এসব কোম্পানির ওপর অসন্তোষ রয়েছে।।