বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মর্মৃমান্তিক মৃত্যু  বিমানবন্দর থানা বিএনপি কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি  ঈশ্বরদীতে মহরম কমিটির উদ্যোগে হযরত খাঁজা মইনুদ্দিন হাসান আজমেরী সানজেরি চিশতি (রাঃ) এর ২৬তম ওরশ  নোয়াখালীতে আগুনে পুড়ল ১৮ ব্যবসায়ীর স্বপ্ন গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প এত ছোট্ট দেশে কিসের দলমত – কাদের সিদ্দিকী রামপালে গুলি উদ্ধারের ঘটনায় আটক দুইঃ অন্যরা ধরাছোঁয়ার বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ ঢাকায়

বৃটেনের কার্ডিফের শহীদ মিনারে  ওয়েলস বাংলাদেশ কমিউনিটির মহাণ বিজয় দিবস উদযাপন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাকিকুল ইসলাম খোকন,

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল,ও

মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মাধ্যমে গত ১৬ ই ডিসেম্বর ২০২৪ সোমবার,বাংলাদেশের ৫৩তম মহাণ বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফলভাবে উদযাপন করা হয়েছে। বাপসনিউজকে জানিয়েছেন সংবাদদাতা আতিকুল ইসলাম ।

কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ শহীদ মিনার কমিটির সেক্রেটারি মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সিতাব আলী, মাহমুদ আলী ফয়ছল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া,বেলাল আহমেদ, হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনার পূর্বে কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার।

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি,ওয়েলস বিএনপি, ওয়েলস যুবদল, ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, নিউপোট যুবলীগ ওয়েলস ছাত্রলীগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন, ও নিউপোর্ট শাখা,

অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন,ও দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকেই ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ বেদিতে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে একে একে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

আলোচনায় বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পরিশেষে কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com