রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Sports
  2. অন্যনা সংবাদ
  3. অপরাধ ও আদালত
  4. অর্থ ও বানিজ্য
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. আর্কাইভ
  7. উপদেষ্টা
  8. কৃষি ও প্রকৃতি
  9. কোভিড-১৯
  10. কোরোনা
  11. খুলনা বিভাগ
  12. খেলাও সংগঠন
  13. গণমাধ্যমের খবর
  14. চট্টগ্রাম বিভাগ
  15. ছবি গ্যালারি

তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২২, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। 

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর খুনি সাদ’পন্হী কতৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের ও ৭ দফা দাবিতে তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে পরে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলা।

ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আহবায়ক আল্লামা মুফতী শামসুদ্দিনের সভাপতিত্বে ও মুফতী বারীজ উদ্দিন ও মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসউদ হোসাইন, মাওলানা হাসান আলী, মাওলানা আমানুল্লাহ কাসেমী, মাওলানা মেরাজুর রহমান, বড় মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ, মহতামীম ডাকপাড়া মাওলানা আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ ইউনুস, সিনিয়র সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল,সহ-সভাপতি মুফতী সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও তাবলীগী জামাত ও তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,৭ দফা দাবীগুলো হলো ( ১) যে সমস্ত খুনিদের নামে মামলা হয়েছে তাদেরকে ও অজ্ঞাতদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিতে হবে ( ২) সারা বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ মসজিদ হলো পবিত্র স্থান আর তারা হলো খুনী ও সন্ত্রাসী। তাই তারা পবিত্র মসজিদে কোন কাজ করতে পারবে না। (৩) প্রতিটি জেলা থেকে যারা প্রশাসনের অনুমতি ছাড়া টঙ্গীর ময়দানে গিয়ে হামলা ও খুন করেছে তাদের সংখ্যা D.S.B,N.A.C, ও D.G.F..I. এর মাধ্যমে বাহির করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ( ৪) এবারের বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটিই হবে। আর কোন অবস্থাতেই মাওলানা সাদ সাবেক বাংলাদেশে আসতে পারবে না।এবং তাদের কোন ইজতেমা করতে দেওয়া যাবে না। ( ৫) টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আছে ও থাকবে। কোন অবস্থাতেই সাদ’পন্হীর কোন সন্ত্রাসী আর কোনদিন টঙ্গী ময়দান এবং কাকরাইল মসজিদে প্রবেশ করতে পারবেনা। ( ৬) জামালপুর জেলা মডেল মসজিদসহ ৭ টি উপজেলার সাদ’পন্হীর কোন মার্কাজ অথবা কোন লোক মসজিদে বসে কোন আলোচনা বা সবগুজারী করতে পারবে না।করলে ফেতনা সৃষ্টি হবে। আর ফেতনা সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হইবে। (৭) উপরোল্লিখিত দাবিগুলি অতিসত্বর বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে আহবান জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মির্জাপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ঈদে নারীর টানে ঘড় মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিরলস কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ

ডিপিডিসিতে লোডশেডিং নেই, জেনে নিন ডেসকোর শিডিউল

ক্রেতাদের আস্থায় দেশ সেরা ব্র্যান্ড হয়ে উঠছে লিলি

*মোংলায় যুবলীগ নেতা ইমরানসহ আটক ৩* 

উত্তরা প্রেসক্লাবের উন্নয়নে সহায়তার আশ্বাস ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর

দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার : সারজিস

বদলগাছী কোলা হাটে বিজিবি’র অভিযানে পুন্ড পশুর হাট

৫২কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী দুলাল গ্রেফতার

কর্ণফুলী১১নং(মাতব্বর)খেয়াঘাট” জরাজীর্ণতায় চলছে তো চলছেই:যেন দেখার কেউ নেই..