বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Sports
  2. অন্যনা সংবাদ
  3. অপরাধ ও আদালত
  4. অর্থ ও বানিজ্য
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. আর্কাইভ
  7. উপদেষ্টা
  8. কৃষি ও প্রকৃতি
  9. কোভিড-১৯
  10. কোরোনা
  11. খুলনা বিভাগ
  12. খেলাও সংগঠন
  13. গণমাধ্যমের খবর
  14. চট্টগ্রাম বিভাগ
  15. ছবি গ্যালারি

সচিবালয়ের আগুন নিয়ে যা জানাল সেনাবাহিনী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

অনলাইন ডেস্ক:

সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। ফাইল ছবি

তদন্ত করে সচিবালয়ের আগুনের পেছনের কারণ বলা যাবে বলে জানালেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। আজ বৃহস্পতিবার দুপুরে ২৬ ডিসেম্বর ২০২৪ খৃষ্টা: ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইন্তেখাব হায়দার খান বলেন, ‘তদন্ত করে সচিবালয়ের আগুনের পেছনের কারণ বলা যাবে। তবে কেপিআই-এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত। যখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে, তখন থেকেই প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেপিআই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হুমকি আছে। অনেক ধরনের অনিশ্চয়তা আছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেই সব বিষয় নিয়ে কাজ করছে। যাতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল অবস্থায় থাকে।’

ইন্তেখাব হায়দার খান বলেন, ‘তদন্ত করে সচিবালয়ের আগুনের পেছনের কারণ বলা যাবে। তবে কেপিআই-এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত। যখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে, তখন থেকেই প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেপিআই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হুমকি আছে। অনেক ধরনের অনিশ্চয়তা আছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেই সব বিষয় নিয়ে কাজ করছে। যাতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল অবস্থায় থাকে।’

সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে এ সেনা কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার হবে। কত দিন দায়িত্ব পালন করবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইন্তেখাব হায়দার খান বলেন, ‘পরিসংখ্যানগত দিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে অনেক ঘটনা ঘটছে। সেগুলো আমাদের নজরদারিতেও আছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। আমাদের বিভিন্ন এলাকাভিত্তিক সমন্বয় সেল আছে। যেখানে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে।’

তিনি বলেন, ‘সেনা সদর পর্যায়ে ও উপদেষ্টা পর্যায়েও সমন্বয় করা হয়। এ ছাড়া দেশে যত ধরনের আইনশৃঙ্খলা–সংক্রান্ত হুমকি উঠে আসে, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা ঠিক করা হয়। এভাবে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’

সর্বশেষ - অপরাধ ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নবায়নযোগ্য শক্তির প্রসার ও দুর্যোগের ক্ষতিপূরণের দাবিতে তরুণদের জলবায়ু ধর্মঘট

নড়াইলে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা জখম

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

আহসান উল্লাহ মাস্টার অমর হয়ে থাকবেন: স্মরণ সভায় বক্তারা

সাংবাদিকতার বিশেষ নোট।। আপনার জীবন কে পাল্টাতে ও রাষ্ট্রের চতুর্থ তম স্তম্ভ হিসেবে নিজেকে গড়ে তুলতে সহযোগিতা করবে আমাদের এই নোট

অন্তর্বর্তীকালীন সরকারে আলোচনায় যারা

আইটি ট্রেনিং প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর,

এরশাদপুত্র এরিকের নিরাপত্তা ও ভরণপোষণ নিয়ে শঙ্কিত ট্রাস্ট; সাক্ষাতের সুযোগ না থাকায় পাওয়া যাচ্ছে না মাসিক খরচের চাহিদাপত্র 

নতুন সরকার গঠন হচ্ছে বৃহস্পতিবার

গোদাগাড়ীতে অফিসে তালা বন্ধ করে পালিয়েছে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’ নামের এনজিও