বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মর্মৃমান্তিক মৃত্যু  বিমানবন্দর থানা বিএনপি কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি  ঈশ্বরদীতে মহরম কমিটির উদ্যোগে হযরত খাঁজা মইনুদ্দিন হাসান আজমেরী সানজেরি চিশতি (রাঃ) এর ২৬তম ওরশ  নোয়াখালীতে আগুনে পুড়ল ১৮ ব্যবসায়ীর স্বপ্ন গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প এত ছোট্ট দেশে কিসের দলমত – কাদের সিদ্দিকী রামপালে গুলি উদ্ধারের ঘটনায় আটক দুইঃ অন্যরা ধরাছোঁয়ার বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ ঢাকায়

রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে কথিত জামীর আলী মার্কেট দখলের  পাঁয়তারার সংবাদ প্রকাশিত ইনকিলাব ও মানবকন্ঠ নিউজ প্রতিবাদ ।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বিশেষ প্রতিনিধি :

রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে কথিত জামীর আলী মার্কেট দখলের  পাঁয়তারার সংবাদ প্রকাশিত ইনকিলাব ও মানবকন্ঠ নিউজ অত্যন্ত দুঃখের সাথে প্রতিবাদ জানাচ্ছি ।

রাজধানী উত্তরা, রবিবার তারিখ ২৯/১২/২০২৪ খৃষ্টঃ মোঃ গোলাম ফারুক পিতা-সৃত নুরুল আমিন হোল্ডিং নং- ৭৩/৭৫/১/এ রোড নং-০৫. সেক্টর-০৭ থানা উত্তরা পশ্চিম, আমি বিগত ১৩/০৭/২০১০ ইং- তারিখ-রেজিস্ট্রি কৃত ৮৮৮০ দলিল মূলে ফায়েদাবাদ মৌজাস্থিত উপরোক্ত হোল্ডিং এর জায়গাটি খরিদ করে নিজ নামে ৫৯০৬ নং খতিয়ান নামজারি ও জমাভাগ করি এবং নিজ নামে হোল্ডিং-ট্যাক্স, খাজনা,পানি,বিদ্যুৎ বিল,ট্রেড লাইসেন্স সহ নিয়ে দোকান ঘর নির্মান করে নিজ নামে ব্যাবসা পরিচালনা করে আসছি এবং উক্ত সম্পত্তি ২০১৯  সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে মর্টগেজ প্রদান করি।

ভাড়াটিয়া বসিয়ে ভোগ দখল করাবস্থায়, আইন অমান্যকরী,চাঁদাবাজ, ভূমিদস্যু সংঘবদ্ধ চক্র জমির আলী, আওয়ামী লীগের রাজনীতিবিদের ভূল তথ্য বুঝিয়ে তাদের কে ব্যাবহার করেছেন সাবেক সেতু মন্ত্রী ওবাদুল কাদেরের ভাগিনা,সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল, সাবেক এমপি হাবিব হাসান ১৮ আসন ও সাবেক ১নং কাউন্সিলর আফসার উদ্দিন খান এদেরকে ভূল তথ্য দিয়ে এপ্রিল ২০২২ ইং আদালতকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে মামলা নং ২৪(৪)২২  দায়ের করলে আদালত বাড্ডা থানাকে এজাহার হিসাবে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিলে প্রশাসন ও ভূমিদূষ্য জামির আলী গংদের নেতৃত্বে আমাদের মার্কেট আংশিক দখল করে নেন ।

ভূয়া ও মিথ্যা তথ্য সংবাদ প্রকাশ করা আমার বিরুদ্ধে আনা হয়েছে জনৈক জয়নাল আবেদীন বাদী বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা করেছে যাহা আমার মাধ্যমে হয়েছে বিষয়টি সত্য না সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তবে সংবাদকর্মীর উচিত ছিল আমার সঠিক বক্তব্য নিয়ে প্রকাশ করা।

আরও তথ্য প্রকাশ:

জামির আলী সি. এস ও এস. এ ৯৫৪ দাগ নং দাগের সম্পত্তি দেখাইয়া বিভিন্ন সময় বিভিন্ন একাধিক ব্যাক্তির নিকট বায়না রেজিষ্ট্রী দলিল নং- ১১৪১১ তারিখ ২১/০৫/২০০৭ সাব কবলা দলিল নং- ৪১৯২ তারিখ ০৬/০৪/২০১১ ও রেজিষ্ট্রী চুক্তিনামা দলিল নং- ৪৬৯৮ তারিখ ২৪/০৪/২০১৪ ইং পাওয়ার রেজিষ্ট্রী দলিল নং- ৪৬৯৯ তারিখ ২৪/০৪/২০১৪ ইং, প্রতারনা ও জালিয়াতি করিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়াছে । উল্লেখ্য যে

উক্ত ৯৫৪ সি এস দাগটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরকারের গেজেটে আওতাধীন অবস্থিত । উক্ত দাগ নং দেখাইয়া বিক্রয়ের মাধ্যমে আবারও প্রতারণা ও জালিয়াতি করার চেষ্টা করতেছে। এছাড়া জামির আলী গংদের মাধ্যমে সাহাবুদ্দিন, আবুল হোসেন মুকুল, রানা সাগর, ওমর ফারুক ও মান্নান সহ অনেকে প্রতারানা, গুম, আত্মসাৎ ও নির্যাতনের শিকার হয়েছে। যাহা প্রমাণিত । তাদের এ কর্মকান্ডে আমরা বিস্মিত এদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা জিডি নং-৪৩৭ তাং-০৬/০১/২০২০ ইং, উত্তরা পশ্চিম থানা জিডি নং-৩৫০, তাং- ০৫/০৯/২০২০ ইং, উত্তরা পশ্চিম থানার জিডি নং-২১২৬ তাং-২৬-০৬-২০২২ ইং, জয়দেবপুর থানা জিডি নং ১২৯৭ তারিখ ২৩/১০/২৩ ইং দায়ের করা হয়।

আরও উল্লেখ করেন :

উল্লেখ্য যে, জামির আলী, আল-আমিন এবং রাবিয়া সনির বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা ও হয়েছে।

জামির আলি গং বিরুদ্ধে আমি বিজ্ঞ আদালতে মামালা করায় যাহা এজাহার হিসাবে কাফরুল থানা গ্রহন করে যাহার মামলা নং- ২৩ (১১)২২ তারিখ ১৬/১১/২২ ইং যাহা PBI এ তদন্তাধীন ।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com