বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
কূটনৈতিক মহল মনে করছে ইুউনুসের আশঙ্কার অন্যতম কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন।
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব কূটনৈতিক মহলে বহু চর্চিত বিষয়। অন্যদিকে, আমেরিকায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিল ক্লিনটন, বারাক ওবামার মতো সাবেক প্রেসিডেন্ড এবং প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটনের মতো ডেমোক্র্যাট শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিন দেশের সম্পর্ক কোন দিকে গড়াবে তা নিয়ে কূটনৈতি মহলে জোর জল্পনা চলছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার সঙ্গে বাংলাদেশে গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎও নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ট্রাম্প-মোদীর বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে। এমন হওয়াটা অসম্ভব নয়। আমরা এই ব্যাপারে সতর্ক আছি।’