রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাংলা সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, গীতিকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবন অবসান। সারা দেশ জুড়ে পালিত হলো প্রেম দিবস অর্থাৎ Happy valentine’s day 2025. উত্তরা বি আর টি এ মেট্রো সার্কেল ৩ সংরক্ষিত সার্ভার রুমে হামলা চালাবার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ ফুল ফুটুক আর নাই ফুটুক পয়লা ফাল্গুন আজ বসন্ত  ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া দুই মাদককারবারী চট্টগ্রাম থেকে আটক। আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা  বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন  ভ্যালেনটাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের রদবদলে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক শান্তিরক্ষী মিশনে যেসব সদস্যমনোনীত হবেন না প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

নোয়াখালীতে আগুনে পুড়ল ১৮ ব্যবসায়ীর স্বপ্ন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃতাহসিনুল আলম সৌরভ নোয়াখালী সুবর্ণচর প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে চরমজিদ ভূঞারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসেন। এর মধ্যে আগুন দ্রুত পুরো দক্ষিণের দোকানগুলোর দিকে ছড়িয়ে পড়ে। সুবর্ণচর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনে মার্কেটের হুন্ডা গ্যারেজ, মুদি গোডাউন, ওষুধের দোকান, যমুনা ইলেকট্রিকসের অস্থায়ী গুদাম, মা জননী ইলেকট্রনিকসসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়।

কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের স্বত্বাধিকারী মো. ইমাম উদ্দিন জনি বলেন, কয়েকটি পণ্যের জন্য ব্যাংকে টিটি করতে দোকানে নগদ ২৪ লাখ টাকা ক্যাশ রেখেছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে দোকানের সামনে এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৩ কোটি টাকার মতো মালামাল ছিল। আমি শেষ হয়ে গেলাম।

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টস দোকানের স্বত্বাধিকারী কাজল বলেন, এখানে বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করেন। অনেক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে আমাদের সব ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুর নবী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com