বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

পূর্ব মেদিনীপুরে দুষ্কৃতীদের হাতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া , গ্রেপ্তার মূল পান্ডা গোরা সা।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ২৫ শে জানুয়ারী শনিবার, ২০ শে নভেম্বর ২০২৩ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জিঁয়াদা এলাকায় সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন, এই ঘটনায় জড়িত গোরা সা নামে এক মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ,দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত।

এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, আজ তাদের মধ্যে মুল পান্ডাকে গ্রেফতার করে তাকে আজ তমলুক জেলা আদালতে তোলা হয়।

গত ২০২৩ সালে ২০শে নভেম্বর পাঁশকুড়া জিঁয়াদা এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিল সেই ব্যবসায়ী, তাহার কাছ থেকে টাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় ব্যবসায়ী, তৎক্ষণার দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তখনই দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দিয়েছিল।

সমীর পড়িয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হলে , প্রথমে দুইজনকে গ্রেফতার করা হলেও একজন দীর্ঘদিন ফেরার থাকে, সেই মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে এমনকি প্রায় কুড়িগ্রাম পরিমান সোনা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। তাকে আজকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয় এবং তোলা হয়।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com