বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুর জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১০ ফেব্রুয়ারি সকালে স্থানীয় সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর জেলা ( ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার এস.এম মোজাম্মেল হাসানের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন,সরিষাবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,
জামালপুর জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আহবায়ক ও সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান সফি প্রমুখ।ক্রীড়া প্রতিযোগিতা খেলা পরিচালনা করেন সিংহজানী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর আলম।এসময় জামালপুর জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগন, শিক্ষক -শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খেলার আয়োজন করেন।খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।