বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাবুরহাটের মোফাজ্জল হক এর পুত্র হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম (২২), ও তার স্ত্রি মোছাঃ সমেলা বেগম (২০) কে চট্রগ্রাম থেকে আটক করে পুলিশ।
উল্লেখ্য গত ০৫ জানুয়ারী-২০২৫ আনুমানিক সারে পাচ টার দিকে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজারের উত্তর পার্শ্বে হাফিজুল ইসলাম এর বসত বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম,ও সমেলা বেগম কে ১৬২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় থানায় নিয়ে আসার পথিমধ্যে উক্ত মাদককারবারীর আত্মীয়-স্বজন এজাহার নামীয় ৯ জন সহ অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জন উশৃঙ্খল জনতা আসামী সহ পুলিশকে আটক করে।
এক পর্যায়ে উশৃঙ্খল জনতার সহায়তায় হ্যান্ডকাফ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম ও সমেলা বেগম পালিয়ে যায়। পরবর্তীতে হ্যান্ডকাফ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ সুপার জনাব, মাহফুজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায়, ভুরুঙ্গামারী সার্কেল এএসপি জনাব মোঃ মাসুদ রানা এর তদারকীতে অফিসার ইনচার্জ ভুরুঙ্গামারী থানা জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম সোনার সঙ্গীয় ফোর্স সহ আজ ১৩/০২/২০২৫ চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও, থানা এলাকায় অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া কুখ্যাত মাদককারবারী হাফিজুল ওরফে হাফিজুর ইসলাম সমেলা বেগম কে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল হেলাল মাহমুদ বলেন, মামলাটি তদন্তাধীন এবং অন্যান্য আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।