বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

সারা দেশ জুড়ে পালিত হলো প্রেম দিবস অর্থাৎ Happy valentine’s day 2025.

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার, আজ একটি বিশেষ দিন, একে অপরকে প্রপোজ করার দিন ও ভালোবাসার দিন, সমস্ত ইয়ং ছেলে মেয়েরা একে অপরকে ফুল ও উপহার দিয়ে নিজেদের বন্ধনে আবদ্ধ হয় , একে অপরকে ভালোবেসে পথ চলা শুরু করে। ঘরের গোণ্ডী ছাড়িয়ে আজকের দিনে তারা কোথাও গিয়ে কিছুটা সময় আড্ডায় মেতে উঠে।

কয়েকদিন আগে থেকেই সেজে উঠেছে বড় বড় শপিং মল থেকে শুরু করে, সোনার দোকান, গিফটের দোকান ও ফুলের দোকান এবং সুন্দর সুন্দর মন ভরানো ডল পুতুলের দোকান,

জমিয়েছে ছেলেমেয়েরা তাদের পছন্দের জিনিস কিনতে একে অপরকে উপহার দেওয়ার জন্য। তার সাথে সাথেই জমে উঠেছে শপিংমল গুলিও, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ কেনাকাটায় ব্যস্ত, আবার কেউ কেনাকাটার পর ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, এই নিয়েই আজকের দিনটি মেতে উঠেছে কলকাতা সহ সারা দেশে। সকাল থেকেই সেজেগুজে বেরিয়ে পড়েছে একে অপরকে সঙ্গে নিয়ে রাজপথে ও দোকানে দোকানে, ভালোবাসার দিনটি পালন করার জন্য, একে অপরকে ফুল দিয়ে তাদের ভালোবাসাকে স্মরণ করে রাখার জন্য, এখান থেকেই শুরু হয় জীবনের প্রথম ভালবাসার দিনটি।

কলকাতার জনবহুল ও ব্যস্ততম মার্কেট, নিউমার্কেট থেকে শুরু করে, গড়িয়াহাট, শ্যামবাজার, শ্রীরাম মার্কেট,হক মার্কেট, লেক মল, সাউথ সিটি মল, অ্যাক্রো পালিশ মল, বেহালা মার্কেট বিভিন্ন মার্কেট গুলিতে জমে উঠেছে কেনাকাটার ভিড়ে। শুধু তাই নয় বিভিন্ন মলের সিনেমা হল গুলিতেও ভীর চোখে পড়ার মতো। এমনকি শাড়ি বদ্ধ ভাবে লাইন দিয়ে দেখা যায় বিভিন্ন দর্শনীয় স্থানেও, ভিক্টোরিয়া থেকে শুরু করে চিড়িয়াখানা জাদুঘর, নিকোপার্ক, সাইনসিটি প্রভৃতি জায়গায়।

সারাদিন ধরেই হুল্লোড় ,মজা, খাওয়া দাওয়া, আর গল্প নিয়েই আজকের দিনটি পালিত হলো। ভালোবাসার দিন হিসাবে।

প্রশাসনিক তরফ থেকেও প্রতিটি মার্কেটে ও দর্শনীয় স্থানে নজরদারী চালাচ্ছেন, যাতে কোনরকম গন্ডগোল না হয়, কোনরকম বিপদ না ঘটে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com