সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Sports
  2. অন্যনা সংবাদ
  3. অপরাধ ও আদালত
  4. অর্থ ও বানিজ্য
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. আর্কাইভ
  7. উপদেষ্টা
  8. কৃষি ও প্রকৃতি
  9. কোভিড-১৯
  10. কোরোনা
  11. খুলনা বিভাগ
  12. খেলাও সংগঠন
  13. গণমাধ্যমের খবর
  14. চট্টগ্রাম বিভাগ
  15. ছবি গ্যালারি

ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম 

বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন রঙ্গে আগুন লেগেছে ফাগুনে। আর শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি।

এরই মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। মুকুলের গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মানুষ।

ভূরুঙ্গামারী উপজেলার বাসা-বাড়িতে রোপণ করা আম গাছগুলোতে ফুটতে শুরু করেছে আমের মুকুল। শুধু বাসা-বাড়িতেই নয়, অনেকে বাণিজ্যিকভাবে চাষ করেছেন আম বাগান।

এ ছাড়া অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থাকা আম গাছেও দোলা দিচ্ছে মুকুল। প্রকৃতির খেয়ালে স্বর্ণালিরূপ ধারণ করেছে আবহমান গ্রামবাংলা।

প্রায় আমগাছে আশানুরূপ মুকুল আসতে শুরু করেছে। এবারে এসব মুকুল থেকে বেশি পরিমাণ পরিপক্ক আম পাওয়ার আশায় ইতিমধ্যে অনেকেই গাছগুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা গ্রহণ করছে।

আনোয়ার হোসেন নামে একজন কৃষক জানান, বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমের মুকুল। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।

আজিজার রহমান নামে একজন কৃষক জানান, উপজেলার এমন কোনো বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। তাই প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমের মুকুল। ফুলের গন্ধে চারিদিকে সুবাতাস বইছে। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলেছে মানুষকে।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, এ উপজেলার মাটি আম গাছের জন্য বিশেষ উপযোগী। এ উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ করছেন। তাদের বাগানে বেশ মুকুল দেখা দিয়েছে। তাদের লাভবান করতে সহযোগিতা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকা, আশুলিয়া থানার নতুন ওসি কে এই ভাইরাল মনিরুল হক ডাবলু?

অবলা নারী নির্যাতনের এক আত্মকাহিনী 

বাগাতিপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা 

ভ্রণ হত্যার বিচার ও উপ সচিবের বিচারের দাবী

রাষ্ট্রপতির ভাষণ সরকারের বিগত ১৪ বছরের উন্নয়ন অগ্রগতির প্রামান্য দলিল : সরকারি দল

সহিংসতার অভিযোগে ৪৪ বিএনপি নেতাকর্মী বহিষ্কার

সিরাজগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি আটক

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রতারণা,আটক-৩

সিলেটের কোম্পানীগঞ্জে বানভাসিদের মধ্যে রান্নাকরা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

অন্তর্জালে নিঃশেষ: অনলাইন জুয়া কেড়ে নিচ্ছে ভবিষ্যৎ”