বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :
নারীদের আত্মকর্মসংস্হান সৃষ্টির মধ্যদিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
(বিএনএফ)’র সহযোগিতায়, পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, পল্লী সেবা সংঘ (পিএসএস)এর আয়োজনে ৩ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ ২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃস্হপতিবার(২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পল্লী সেবা সংঘ’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পল্লী সেবা সংঘ’র সভাপতি সহকারি অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও পল্লী সেবা সংঘ’র নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: অলিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝর্না আক্তার। এসময় প্রশিক্ষণার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৬ জন নারী উদ্যোক্তার মধ্যে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিনসহ যাবতীয় উপকরণ বিতরণ করা হবে।।#