বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার শেষের পাতায় ৩ কলামে ‘‘প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়নে প্রতারণার আশ্রয়ের অভিযোগ’’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে উল্লেখ করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ খান থানায় অবস্থিত “দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রেরিত সালমা সুলতানা ও আব্দুল মাজেদ দুই জনই ভাই-বোন। এলাকায় এত শিক্ষিত লোক থাকার পর কেন ভাই-বোনের নাম প্রস্তাব পাঠাইতে হবে। তাহাতে এলাকার সাধারণ মানুষ-ক্ষোভ প্রকাশ করিতেছে। এসব তথ্য নিতান্তই মনগড়া, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদে আমাকে জড়িয়ে আরও উল্লেখ করা হয়, দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবনী’র বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাৎ, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম করেছি। একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে সংবাদকর্মীকে মিথ্যা, ভুল তথ্য দিয়ে আমার সম্মানহানী করার চেষ্টা করছে, সংবাদে উল্লেখিত সকল তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
শ্রাবনী
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।