বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

চট্টগ্রাম মহা-নগরে গোলাম সামদানি জনি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

চট্টগ্রাম প্রতিনিধি ————

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর আওয়ামী লীগের তৃণমূল ও বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবার এবং পথচারীদের মাঝে নিজ অর্থায়নে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি। তারিখ ০৩/০৩/২০২৫ ইং

রমজানের প্রথম ও দ্বিতীয় দিন রাস্তায় বিভিন্ন পথচারী, ও অসহায় রোজাদারদের মাঝেও ইফতার দেওয়া হয়েছে।

এসময় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি নিয়ে গোলাম সামদানী জনি বলেন, ‘জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায়। তাছাড়া ৫ই আগস্ট পরবর্তী দেশে যে সংকট দেখা দিয়েছে এতে সাধারণ মানুষ সহ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অসহায় জেলে থাকা নেতাকর্মীদের পরিবার খুবই মানবেতর জীবনযাপন করছেন। তাই নেত্রী নির্দেশনা অনুযায়ী গরিব-দুঃখী ও অসহায় কর্মীদের মাঝে আমার সমার্থঅনুযায়ী স্বল্প পরিসরে এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরো বলেন, ‘দেশের প্রতিটি বিত্তশালী মানুষের উচিত গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ মানুষের ভালোবাসার চেয়ে অন্য কোন কিছুই মূল্যবান হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবাসতেন, মানুষও তাকে মন উজার করে ভালোবাসতেন। একই ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের এখন কঠিন একটা সময়ের মোকাবিলা করছি আমরা, সকল নেতাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই যে যার অবস্থান থেকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আপনারা জানেন এক-শ্রেনির লোকজন জন বিশ্বের জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ কে নিয়ে গভীর ষড়যন্ত্র করে চলছে ওরা যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে-ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com