বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শেরপুর বগুড়া প্রতিনিধি
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ২রা (মার্চ) রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মো. মজিবুল হক। আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেন সেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি ডায়মন্ড জুবিলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন প্রমুখ।