বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশে সম্প্রতি হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নি সংযোগ ও লুটতরাজের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে সরকার পরিবর্তনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অনুসন্ধান না করে এবং সহিংসতার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের (বিশেষ করে ভিকটিমদের) সাক্ষ্য প্রমাণ না নিয়ে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রকাশিত তদন্ত প্রতিবেদনকে একপেশে অভিহিত করে অবিলম্বে ন্যায়-নিষ্ঠতার স্বার্থে পুনতদন্ত দাবিতে ১০ মার্চ সোমবার দুপুর ১২টা থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,,মানবাধিকার সংগঠন সহ জাগ্রত প্রবাসীগণের এক সমাবেশ জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে। এতে দল-মত-পেশা নির্বিশেষে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ থেকে জঙ্গি শাসনের অবসানে বিশ্ববিবেকের হস্তক্ষেপ কামনায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে।খবর বাপসনিউজ ।
উল্লেখ্য, ১৩ মার্চ বাংলাদেশে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজ। বাংলাদেশে গিয়ে তিনি যাতে সামগ্রিক পরিস্থিতির সঠিক তথ্য উদঘাটনের স্বার্থে পুনরায় তদন্তের ব্যবস্থা করেন-এ আহবান জানাতে মহাসচিবকে একটি স্মারকলিপি প্রদানের পরিকল্পনাও নিয়েছেন বিভিন্ন সংগঠন ও সচেতন প্রবাসীরা। বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা লেখক-অভিনেতা-অভিনেত্রী-সাংবাদিক-সাহিত্যিক-মূলধারার রাজনীতিকরা এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। দু’ঘন্টাস্থায়ী এ সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুকদের নিজ নিজ পর্যবেক্ষণ আলোকে পোস্টার-প্লেকার্ড বহনের আহবানও জানিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে ড.নুরান নবী,ড.প্রদীপ রজ্ঞন কর,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,রমেশ নাথ,আবুল হাসিব মামুন,মহিউদ্দীন দেওয়ান, প্রেীকশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার,ডাঃমাসুদুল হাসান ও ড.দিলীপ নাথ প্রমুখ ।