মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি সময়, বিএনপি নেতার ছেলেসহ গ্রেফতার ৮ গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা আলম খান গ্রেপ্তার,এলাকাবাসীর আনন্দ প্রকাশ ‎ রাজধানী উত্তরা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার মেট্রোর মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলম ডিবির হাতে গ্রেফতার মেট্রো মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার!* মেট্রোরেল চোরাই মাল অনুসন্ধানে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, ও মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানায় মামলা, গ্রেফতার -১ জন

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, মার্চ ০৫, ২০২৫: নিজের বা পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবা-মায়ের আখিরাতের জন্য দান করতে ইসলামী ব্যাংকিং সেবা ‘সদকাহ জারিয়াহ’ অ্যাকাউন্ট চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে দান করতে পারেন, যাতে সমাজে তাদের অবদান চলমান থাকে।

সর্বোচ্চ মুনাফার হার সহ ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট সেবা এটা নিশ্চিত করবে যে, গ্রাহকের দান অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে সমাজে অবদান রেখে চলেছে। গ্রাহকরা এই একাউন্টে কিস্তি সুবিধা বা এককালীন দান করতে পারবেন। সম্প্রতি ঢাকা আহ্সানিয়া মিশনের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাইম ব্যাংক। নতুন এই সেবা চালু উপলক্ষ্যে প্রাইম ব্যাংক- আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং মাস্তুল ফাউন্ডেশনের সাথেও চুক্তি স্বাক্ষর করেছে। সাদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্টে জমা হওয়া তহবিল থেকে অর্জিত মুনাফা এসব দাতব্য সংস্থা দান করা হবে। প্রাইম ব্যাংক অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে এই তহবিল পরিচালনা করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘সদকাহ্ জারিয়াহ্ অ্যাকাউন্ট সেবার মাধ্যমে গ্রাহকদের দাতব্য কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নিজের উদারতা অব্যাহত রাখার একটি অর্থবহ উপায়।’

ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাইম ব্যাংক এই নতুন ইসলামিক সেবা চালু করেছে। যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদেরকে ‘সদকাহ জারিয়াহ’ অ্যাকাউন্ট খোলার জন্য উৎসাহিত করছে প্রাইম ব্যাংক।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com