বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শ্রীপুর উপজেলার ১নং সি এন্ড বি বাজারে নাবিন ট্রেডিং কর্পোরেশন বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের মালিক নিলুফার ইয়াসমিন নিপা কান্নায় মূর্ছা যাচ্ছে এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বিভিন্ন এনজিও এবং ব্যাংকিং ঋণের বোঝা মাথায় চেপেছে একান্তভাবে।
উক্ত প্রতিষ্ঠানটিই ছিল একমাত্র উপার্জনের সম্বল। হঠাৎ যেন সবকিছুই আগুনে জ্বলেপুড়ে ছাই হয়ে স্বপ্ন ভেঙে চুরমার। কিভাবে চালাবে এসব কিস্তি? কিভাবে শুরু করবে নতুন করে প্রতিষ্ঠান? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে নিপার মাথায় আর কান্নায় ভেঙ্গে পড়ছে তার অন্তর।
এমতাবস্থায় সরকারি ও বেসরকারি সহযোগীতা কামনায় এই নারী উদ্যোক্তা আশাবাদী। আবারও মাথা তুলে দাঁড়ানোর আশায় নিজেকে সান্তনা দিচ্ছে। সেই সাথে ঋণদাতা প্রতিষ্ঠান গুলোর প্রতি বিনীত অনুরোধ ক্ষয়ক্ষতির বিষয়টি বিচার-বিশ্লেষণ করে বিবেচনা করার।