বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

সরকার রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যার্থ হয়েছে : ইফরতার পূর্ব আলোচনায় ডাঃ ইরান 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, মাহে রমজানে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল সয়াবিন তেলসহ নিত্য পন্যের মুল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যার্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগন৷ শুধু বিলে বোঝা টানছে। বানিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহনের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মুল্যবৃদ্ধি করেছে। রমজান উপলক্ষে নতুন করে সয়াবিনের সংকট সৃষ্টি করে কালোবাজারি সিন্ডিকেট জন দুর্ভোগ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে।

তিনি আজ ৭ মার্চ (শুক্রবার) দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির আলোচনা সভা ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ।দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিনত হয়েছে। একদিকে কৃষক ন্যায্য মুল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যসত্ব ভোগীদের কারনে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

পল্টন থানা লেবার পার্টির আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডাঃ ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সহ সভাপতি মোঃ শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, মোঃ সাদ্দাম হোসেন, দক্ষিণের আহবায়ক রায়হান উদ্দিন সনি, পল্টন থানা লেবার পার্টির সহ সভাপতি সৈয়দ মোঃ আব্দুল আজিজ, সৈয়দ মোঃ মিথুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com