বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
কাজি আরিফ হাসান:
রাজধানীতে বেপরোয়া গাড়ি চলাচলে দুর্ঘটনায় নারী পোষাক শ্রমিকের মৃত্যু। আর এ দুর্ঘটনায় ১০ মার্চ (সোমবার) ২০২৫ ইং।
মহাখালী মহাসড়ক বন্ধ করে পোষাক শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। দীর্ঘ ৩/ ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা যার কারনে বিশ্বরোড থেকে বনানী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। তাদের বিক্ষোভে ব্যানারে লেখা ছিলো,” বেপরোয়া গাড়ি চলবে না,চলবে না,আমার বোনের রক্ত বৃথা যেতে দেবো না”।আন্দোলনকারীরা জানান,বেপরোয়া গাড়ি চলাচল প্রতিনিয়ত দুর্ঘটনায় দেশের অসংখ্য মানুষ মৃত্যু কোলে ঢলে পড়ছে।
তারা আরো বলেন,শুধু তাই নয় এই সড়ক দুর্ঘটনায় অনেকেই অঙ্গহীন হয়ে পঙ্গুত্ব হচ্ছে,তাই বেপরোয়া গাড়ি চলাচল রোধ করতে হবে,আর তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বেল হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।