বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
নোয়াখালী সিভিল সার্জন অফিস এর প্রধান সহকারী মোঃ আবু তাহের দায়রা 767/23 মামলায় কারাগারে। আদালতে অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ। জানা যায় নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক চেক দিয়ে সহজ সরল সাধারণ মানুষের সাথে প্রতারণায় তার পেশা।
সিভিল সার্জন অফিস চাকরি দেয়া ও বিভিন্ন স্থানে জমির শেয়ার ক্রয়ের কথা বলে শতাধিক মানুষের থেকে টাকার বিনিময়ে চেক প্রধান করে আবু তাহের পরবর্তীতে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করে। তার মেয়ের জামাই আর্মির মেজর বলে হুমকি প্রদান করতো।
নোয়াখালীর মাননীয় যুগ্ম জেলা জজ দুই অপরাধ আমলে নিয়ে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী অনেকেই নতুন মামলা দায়ের করে তাদের জীবনের শেষ সম্বল প্রতারক তাহের থেকে টাকা আদায়ের জন্য আদালতে আবেদন করেন।