বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
তৌহিদ
মাগুরার বহুল আলোচিত ধর্ষিতা শিশু আছিয়া অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার ১৩ মার্চ ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতাল থেকে আছিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। মৃত্যুর পর আছিয়ার লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মাগুরায় নিয়ে আসা হয়।হেলিকপ্টারটি সন্ধ্যা ৬.১৫ টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে।পরে অ্যাম্বুলেন্স যোগে লাশ মাগুরা শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা ৭ টার সময় শহরের নোমানী ময়দানে আছিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে আছিয়াকে তার গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে ২য় দফা জানাজা শেষে তাকে নিজ গ্রামের সোনাকুন্ডি কবরস্থানে সমাহিত করা হয়।আছিয়ার জানাজায় অংশ গ্রহন করতে ঢাকা থেকে আসেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। এছাড়া মাগুরা থেকে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সহ মাগুরা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তের জনসাধারণ। উল্লেখ্য আছিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরপরই মাগুরার সাধারণ জনগণ ফুঁসে উঠে এবং পুরো মাগুরাকে তারা বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এসময় অবরুদ্ধকারীরা বারবার প্রশাসনের উদ্দেশ্যে বলতে থাকে খুব দ্রুত সময়ের মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার করতে হবে। তা নাহলে লাগাতার কর্মসূচী দেয়া হবে এবং এর দায় প্রশাসনকেই বহন করতে হবে।অন্যদিকে বিক্ষুব্ধ জনতা রাতে ধর্ষকদের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়।