মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি সময়, বিএনপি নেতার ছেলেসহ গ্রেফতার ৮ গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা আলম খান গ্রেপ্তার,এলাকাবাসীর আনন্দ প্রকাশ ‎ রাজধানী উত্তরা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার মেট্রোর মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলম ডিবির হাতে গ্রেফতার মেট্রো মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার!* মেট্রোরেল চোরাই মাল অনুসন্ধানে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, ও মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানায় মামলা, গ্রেফতার -১ জন

ভূরুঙ্গামারীতে ভারত হতে আসা ৬ অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ উদ্ধার বিজিবি’র।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর বিশেষ টহল দল ভারত হতে বাংলাদেশে পাচার হওয়া উক্ত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।

শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৮৫/৩-এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য পান তারা।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাংগা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করে। তখন তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

অতঃপর টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮,২৬,২০০/- (আট লক্ষ ছাব্বিশ হাজার দুইশত) টাকা।

পরে সেসব অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com