প্রকাশ: বুধবার ১৯ মার্চ ২০২৫
সময়: ০৮:৩০ পিএম
গাজীপুরে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
বুধবার বিকেলে গাজীপুরের ৩২ নং ওয়ার্ড এর গুতিয়ারা এলাকায় বিভিন্ন পত্রপত্রিকায় গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাম মন্ডলের নাম জরিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী আব্দুস সালাম মন্ডল জানায়, গত কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের সোলার নষ্ট হয়ে যাওয়ায় তার তদারকিতে গেলে সিসি ক্যামেরায় আমাকে দেখতে পেয়ে কিছু দুষ্কৃতিকারী কুচক্রি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা ও ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন করে আমাকে হেয় প্রতিপন্ন করে যার পরিপ্রেক্ষিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।