নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
কাজি আরিফ হাসানঃ
রাজধানীর উত্তর সিটির দক্ষিণ খান থানাধীন হাজী এলাহী বক্স রোডে “বিসমিল্লাহ ফেব্রিকৃস”গাওয়াইর কাপড়ে দোকানে থেকে চুরি ঘটনা ঘটেছে। সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে,
এই দোকানের মালিক প্রোঃ আব্দুল কাদের গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় দোকান বন্ধ করেন এবং শুক্রবার আনুমানিক রাত ৪ টায়(সিসি ক্যামেরার ফুটেজ) ৪ জন উক্ত দোকানের তালা ভেঙে আনুমানিক ৪ খেকে সাড়ে ৪ লাখ টাকার কাপড় (দেশি-বিদেশী থ্রী পিচ,গজ কাপড়,লুঙ্গি,বোরকা) পিক-আপের ভরে নিয়ে যায়।সিসি ফুটেজে দেখা যায় পিকআপটি চুরির পর দক্ষিণ খান কেসি স্কুল রোডে উত্তর দিকে যায়। এ ঘটনার তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ ফেব্রিক্সের মালিক ঘটনাস্থলে আসেন এবং দক্ষিণ খান থানাকে জানান। এলাকাবাসী সংবাদমাধ্যমকে জানায়,গত ২০২৪ইং ৫ আগস্টের পর থেকেই সমগ্র বাংলাদেশের বিভিন্ন পারা মহল্লায় মহল্লায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ে প্রকোপ বেড়েছে,তারা আরও জানান প্রশাসন অবহেলার কারনে এমন অপরাধ দিন দিন বেড়েই চলেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদের ও এলাকাবাসী সংবাদকর্মীকে জানান, সিসি ফুটেজ দেখে সঠিক ভাবে তদন্ত করে এ ধরনে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ খান থানায় সাধারণ ডায়েরি প্রস্ততি চলছিলে।