বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
টঙ্গী সাব-রেজিষ্ট্রার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  বিআরটিএ ঢাকা মেট্রো-৪, পূর্বাচল এলাকা থেকে দালাল চক্র পূর্বাচল আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার রাজীবপুরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায় না : নাহিদ ইসলাম নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি। দূষণবিরোধী অভিযানে ৬৯৯টি ইটভাটা বন্ধ, পলিথিন জব্দ প্রায় আড়াই লাখ কেজি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি, রাষ্ট্রপতির দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা নাইজেরিয়ান গ্রেফতার ৩ জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর

নবাবগঞ্জের আগলায় ধরা ছোঁয়ার বাহিরে শীর্ষ মাদক ব্যবসায়ী মন্জু

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নবাবগঞ্জ,ঢাকা প্রতিনিধি

ঢাকার নবাবগন্জের ১২নং আগলা ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মৃত শেখ আমছেরের ছেলে মোঃ মঞ্জু দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে মাদকের ব্যবসা করার সূনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাসহ শ্রীনগরের শিবরামপুর,খাহ্রা,মদনখালী,বাড়ৈখালী সিরাজদিখানের খারশুর,মরিচা,কালসুর পাউসার,শেখরনগর সহ আশ-পাশের এলাকায় দৈনিক ২ থেকে ৩ কেজি পরিমান গাঁজা সরবরাহ করছেন মঞ্জু।

ইতিপূর্বে কয়েক দফায় মাদক সহ গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে পুনরায় গাঁজা ব্যবসা চালিয়ে আসছে।মাদক মামলা ছাড়াও রয়েছে নারী নির্যাতন সহ একাধিক মামলা।বছরের পর বছর মাদক ব্যবসা চলমান রাখলেও ভয়ে মুখ খুলতে সাহস পান না স্হানীয় ধর্মপ্রাণ সচেতন নাগরিকরা।অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়েই চলছে তার গাঁজা বানিজ্য। দৈনিক তার বিক্রির পরিমাণ নুন্যতম ২ কেজি।মাসে যার পরিমাণ দাঁড়ায় দেড় মন।

শীর্ষ মাদক কারবারি মন্জু জানান,আমি জেলে যাই আর আসি।সব ব্যবস্হা না করে ব্যবসা করছি না কি ভাই। এ ব্যপারে ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ রমজান জানান,আসলে এ বিষয়ে আমরা কথা বলতে সাহস দেখাইনা।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com