বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নবাবগঞ্জ,ঢাকা প্রতিনিধি
ঢাকার নবাবগন্জের ১২নং আগলা ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মৃত শেখ আমছেরের ছেলে মোঃ মঞ্জু দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে মাদকের ব্যবসা করার সূনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাসহ শ্রীনগরের শিবরামপুর,খাহ্রা,মদনখালী,বাড়ৈখালী সিরাজদিখানের খারশুর,মরিচা,কালসুর পাউসার,শেখরনগর সহ আশ-পাশের এলাকায় দৈনিক ২ থেকে ৩ কেজি পরিমান গাঁজা সরবরাহ করছেন মঞ্জু।
ইতিপূর্বে কয়েক দফায় মাদক সহ গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে পুনরায় গাঁজা ব্যবসা চালিয়ে আসছে।মাদক মামলা ছাড়াও রয়েছে নারী নির্যাতন সহ একাধিক মামলা।বছরের পর বছর মাদক ব্যবসা চলমান রাখলেও ভয়ে মুখ খুলতে সাহস পান না স্হানীয় ধর্মপ্রাণ সচেতন নাগরিকরা।অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়েই চলছে তার গাঁজা বানিজ্য। দৈনিক তার বিক্রির পরিমাণ নুন্যতম ২ কেজি।মাসে যার পরিমাণ দাঁড়ায় দেড় মন।
শীর্ষ মাদক কারবারি মন্জু জানান,আমি জেলে যাই আর আসি।সব ব্যবস্হা না করে ব্যবসা করছি না কি ভাই। এ ব্যপারে ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ রমজান জানান,আসলে এ বিষয়ে আমরা কথা বলতে সাহস দেখাইনা।