বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
টঙ্গী সাব-রেজিষ্ট্রার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  বিআরটিএ ঢাকা মেট্রো-৪, পূর্বাচল এলাকা থেকে দালাল চক্র পূর্বাচল আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার রাজীবপুরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায় না : নাহিদ ইসলাম নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি। দূষণবিরোধী অভিযানে ৬৯৯টি ইটভাটা বন্ধ, পলিথিন জব্দ প্রায় আড়াই লাখ কেজি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি, রাষ্ট্রপতির দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা নাইজেরিয়ান গ্রেফতার ৩ জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর

উত্তরা হাই-কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ভুক্তভোগীদের মানববন্ধন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানীর উত্তরা অভিজাত এলাকা ” উত্তরা হাইকেয়ার হাসপাতাল” কর্তৃপক্ষ এবং চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর প্রতিবাদে নিহতের স্বজনরা মানববন্ধন করেছে। নিহত রোগীর নাম মো: জালাল উদ্দিন সরকার (৫৫) বলে জানা গেছে। ঘটনাটি উত্তরা এলাকায় ব্যাপক চাঙ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে নিহতের আত্নীয় স্বজনরা ভুল চিকিৎসায় জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে উক্ত হাসপাতাল এবং উত্তরা পশ্চিম থানার সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী রোগীর স্বজনরা।

আজ শনিবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মো. আবদুর রহিম মোল্লা।

ঘটনার বিবরণ উল্লেখ করে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, গত ৩রা জুলাই হাসপাতাল কর্তৃপক্ষসহ ৪ জনকে সনাক্ত করে তারা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ (লিখিত এজাহার) দাখিল করেছেন নিহত জালাল উদ্দিন সরকারের ভাতিজা রুবেল সরকার। গতকাল তারা মামলার কপি হাতে পেয়ে দেখতে পান পুলিশ সেখানে ১ জন ডাক্তার ( চিকিৎসক)কে আসামি করে মামলা নিয়েছেন। এ ঘটনায় মানববন্ধন অনুষ্ঠানে নিহতের স্বজনরা প্রশাসনকে কঠিন হুশিয়ারী দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে হাসপাতালের মালিক ও ম্যানেজার ফারুকসহ অপরাধীদের গ্রেফতার করার জোর দাবি জানান।

স্বজনদের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই উত্তরার ওই হাসপাতালের নিউরো সার্জন বিশেষজ্ঞ ডা. হুজায়ফা আহম্মেদের তত্ত্বাবধানে বাদী রুবেলের চাচা জালাল উদ্দিন সরকারের কোমরের হাড়ের অপারেশন করা হয়। অপারেশনের দু’দিন পর গত ২৬ জুন জালাল উদ্দিনের ঘুম না হওয়ায় বিষয়টি চিকিৎসককে জানানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘুমের ইনজেকশন পুশ করে। ইনজেকশন দেওয়ার পর পরবর্তী ৩ থেকে ৪ দিনেও রোগীর ঘুম না ভাঙায় বিষয়টি চিকিৎসককে জানান স্বজনরা।

এই ঘটনার পর গত ৩০ জুন জালাল উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাই কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এ সময় স্বজনরা রোগীর শরীর নীল ও ঠাণ্ডা হওয়ায় বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তবে, রোগীর সমস্যা নেই বলে স্বজনদের আশ্বস্ত করা হয়। গত ২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রোগী জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ভক্তভুগীরা মামলায় দাবি করেন, সঠিক চিকিৎসা না করে অবৈধভাবে লাভবান হওয়ায় আশায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি করে রাখেন। চিকিৎসায় অবহেলা ও সঠিক চিকিৎসার অভাবে হাসপাতালে ভর্তিকৃত রোগী মো: জালাল উদ্দিন সরকার (৫৫) মৃত্যু হয়েছে।

নিহতের ভাতিজা রুবেল সরকার ও আত্নীয়রা

গণমাধ্যমকে বলেন, কোমড়ের ব্যাথা নিয়ে জালাল (কাকা) হেঁটে হেঁটে হাসপাতালে এসে ভর্তি হয়েছিল। অপারেশনের পর তিনি সুস্থ ভাবে হাসপাতালে হাঁটা চলা করেছেন। হঠাৎ কেন তার এমন অবস্থা হলো? কেন তাদেরকে না জানিয়ে রোগীকে আইসিইউতে নিয়ে গেলো এই প্রশ্নের জবাব জানতে চায় রোগীর স্বজন এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এছাড়া হাই-কেয়ার হাসপাতালের ম্যানেজার ফারুক, হাসপাতালের মালিক ও সংশ্লিষ্ট ডাক্তারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। ইতিপূর্বে ও একই হাসপাতালে ডাক্তার এর ভুল চিকিৎসা ও অবহেলার কারণে একাধিক রোগীর মৃত্যু হয় বলে জানান ভুক্তভোগী ও এলাকাবাসী।

এবিষয়ে অভিযুক্ত ডাক্তার হুজাইফা আহম্মেদ গণমাধ্যমকে বলেন, নিয়ম মেনেই রোগীর অপারেশন পরবর্তী চিকিৎসা দেওয়া হয়েছে।

অপর দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আবদুর রহিম মোল্লা সাংবাদিকদের বলেন, এতে প্রধান আসামি করা হয়েছে চিকিৎসক ডা. হুজায়ফা আহম্মেদকে। এ ছাড়াও মামলায় আরো ৪ জন অজ্ঞাত রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওসি আরও বলেন, লাশ সুরতহাল শেষে ঘটনার দিনই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com