সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ আন্তর্জাতিক এভিয়েশন ইন্স্যুরেন্স ট্রেনিং সম্পন্ন মধ্যপ্রাচ্য ইরানে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট নিহত লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে, অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো শ্রীপুরে উপজেলা নির্বাচনী প্রচারণার গাড়ী চাঁপায় শিশুর মৃত্যুর ৩ দিন পর মামলা: আসামী অজ্ঞাত ধোলাই খালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন অবশেষ নিয়ন্ত্রণে জানতাম না এত বড় দায়িত্ব নিতে হবে: শেখ হাসিনা গাজীপুরে শ্রীপুর উপজেলা কেনো বাতিল হলো প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা লালমনিরহাটে সেপ্টিঠ্যাংকিতে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে ১ জন নিহত ও আহত ১ উত্তরায় ‘৩২‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে মেরে ফেললো,

সাক্কুকে হারিয়ে মেয়র হলেন তাহসীন বাহার

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপ-নির্বাচনে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার। তার নির্বাচনী প্রতীক ছিল বাস।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ভোট গণনা শেষে কুমিল্লা জেলা স্কুল মিলনায়তনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নির্বাচনে তাহসীন বাহার পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে চারজন প্রার্থী অংশ নেন। অন্য দুই প্রার্থী হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com