৫ই আগষ্ট সরকার পতনের পর আবারো কাটপিস ছবির নিষিদ্ধ আর্টিস্টরা এফ ডি সি তে জড়ো হচ্ছে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলচ্চিত্র অশ্লীলতা বন্ধ করতে rab টাস্কফোর্স গঠন করে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অশ্লীল নায়ক সোহেল সহ অধিকাংশ খোলামেলা নায়িকা আত্মগোপনে চলে যায়।
অশ্লীলতার অভিযোগে সবচেয়ে বেশি অভিযুক্ত নায়ক সোহেল গত পাঁচ ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আবার সক্রিয় হচ্ছে। বিভিন্ন স্থানে উঠতি নায়িকাদের প্রলোভন দেখিয়ে আবারো চলচ্চিত্রে নগ্নতার পাঁয়তারার পাশাপাশি ছবির কাস্টিং এর নামে বিভিন্ন প্রডিউসার দের সাথে রাত কাটাতে নবাগতা নায়িকাদের প্রলুব্ধ করছে কিনা খতিয়ে দেখা দরকার।।