দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলায় দুমকি উপজেলায়, দোকানের টাকা চুরির অভিযোগে এক ১৩ বছর বয়সী কিশোরের ওপর স্থানীয়দের অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে একদল লোক এই শিশুটির ওপর চরম নিষ্ঠুরতা চালায়। নির্মম নির্যাতনের শিকার শিশু দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ওই কিশোরের বিরুদ্ধে একটি রাজাখালী, চরবয়েড়া ৮ নং ওয়ার্ডে দোকান থেকে টাকা চুরির অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, অভিযুক্ত ব্যক্তিরা শিশুটিকে ধরে নিয়ে যায়।
এরপর তারা শিশুটির পা উপরে তুলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এটি ছিল কেবল একটি চুরির অভিযোগের ভিত্তিতে একটি শিশুর প্রতি চরম বর্বরতা।এই অমানবিক ঘটনায় স্থানীয় সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও পুলিশের সামনে হুমকি দেওয়া হয়েছে, যা প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া।
সাংবাদিক মহল এই শিশু নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই নৃশংসতায় জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে। তারা বলছেন, একটি শিশুর প্রতি এই ধরনের নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জড়িতদের গ্রেপ্তার করা জরুরি।।#