মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে এক প্রভাবশালী পরিবারের বাড়ি থেকে একটি শালিক পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বন্যপ্রাণী বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে দেওগাঁও গ্রামের মোঃ সালেক মিয়া ও তার ছেলে মোঃ শাইখ মিয়া অবৈধভাবে শালিক পাখিটি বন্দি অবস্থায় পালন করে আসছিলেন। এলাকাবাসী জানান, পরিবারটি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ বিষয়টি নিয়ে মুখ খোলার সাহস পাননি।
রেঞ্জ অফিসার মোঃ মাহমুদ হোসেন বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অনুমতি ছাড়া কোনো বন্যপ্রাণী রাখা দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত শালিক পাখিটিকে শিগগিরই নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”
এদিকে, স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।