সংবাদ শিরোনাম
নিউইয়র্ক সিটির ১১১তম নির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন জয় বাংলা’ স্লোগানে মুখরিত নিকুঞ্জের জান ই আলম স্কুল সমালোচনার ঝড় বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে সড়ক সংস্কার কাজের উদ্বোধন দুমকির মুরাদিয়ায়, মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত।।  যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মা হাসপাতালে রক্ত দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নে খাসজমির দোকান দখলের অভিযোগ।।  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি শেখ হাসিনার মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

গাজীপুর গাছায় ঝুট দখল করতে গিয়ে এনসিপির ২ গ্রুপের সংঘর্ষ আহত ৮

admin / ৩২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গাজীপুর গাছা ৩৬ নং ওয়ার্ড মোল্লা মার্কেটে পহেলা অক্টোবর বেলা ১ টার সময় ইউরো নিটওয়্যার ও বেটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির ঝুট জোরপূর্বক দখলকে কেন্দ্র করে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কয়েকদিন ধরে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা। এনসিপির দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে আহত এনসিপি নেতা মোঃ মুকিব (২৫) এর বাবা বাশার গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন এনসিপি নেতা এস কে শাকিল নগরের ৩৬ নং ওয়ার্ড মোল্লা মার্কেটে ইউরো নিটওয়্যার ও বেটেক্স ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি নামে দুটি প্রতিষ্ঠানে অসংখ্য জনবল নিয়ে জুট দখল নিতে দুটি ট্রাক নিয়ে আসেন।

পরে এনসিপি নেতা তরিকুল ইসলাম মুকিবকে কল দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি দেখে ঘটনাস্থল থেকে চলে আসে মুকিব। ঘটনাস্থল থেকে মুকিব ফেরার পথে পিছন থেকে এস কে শাকিল মুকিব কে ডাক দিয়ে এস কে শাকিল সহ তার লোকজন রামদা, লোহার রড, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে মুকিব সহ তার বন্ধুদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন মুকিবের বাবা ও মুকিব নিজে।

আহত মুকিব সহ তার ৪/৫ জন সহপাঠী গাজীপুর সদর তাজউদ্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসানেন। অপরদিকে, শাকিল গ্রুপের ২ থেকে ৩ জন আহত হন। তাদের প্রথমে টঙ্গী মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানার উদ্দেশ্যে এস কে শাকিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এসকে শাকিল জানায় পরক্ষণে তিনি সাংবাদিকের সাথে যোগাযোগ করবেন।

ইউরো নিটওয়্যা লিমিটেড এর কর্মকর্তা মৃধা জানান বেশ কিছুদিন যাবত এনসিপির কিছু নেতাকর্মী ফ্যাক্টরি থেকে ঝুট নিতে চায় আমরা জানাই অন্য ব্যাবসায়ীর সাথে ডিট করা আছে। আজ ১ টার সময় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে এনসিপির কিছু নেতা একটি ট্রাক ভিতরে ঢুকায় এবং লেবার দিয়ে জোরপূর্বক ঝুট ট্রাকে উঠাইয়া নিয়ে যায় আমরা নিষেধ করিলে, এনসিপি নেতা পরিচয়ে তার মুঠোফোনে গাছা থানায় অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম আমাকে বলে কি হয়েছে আমি বিস্তারিত জানালে ওসি বলে আপনি কার সাথে কি ব্যাবসা করবেন আমি কিভাবে জানবো এবং বলবো। ফেক্টরী এই কর্মকর্তা সাংবাদিকদের আরও জানান নাছির দেখাশোনা করে আপনারা নাছিরের সাথে যোগাযোগ করুন তখন নাছিরের মোবাইল বন্ধ পাওয়া যায় স্থানীয় অনেকের দাবি নাছির সব জানে।

বেটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির এইচ আর মান্নান জানান এন সি পির নেতা পরিচয় প্রায় সময়ই ফ্যাক্টরিতে আসে তারা জুট নেওয়ার জন্য। আজ জোড়পূর্বক একটি ট্রাক ঢুকায় এবং বাইরে অনেক হট্টগুল ও গন্ডগোল হয় পরবর্তীতে আমরা গেট বন্ধ করে দেই। এই ফ্যাক্টরির সাথে ঝুট ব্যবসা করে হুমায়ুন কবির রাজু ও ফারুক খান এ বিষয়ে হুমায়ুন কবির রাজুর কাছে প্রতিবেদক সামছুদ্দিন জুয়েল জানতে চাইলে বলেন আমরা স্ট্যাম্পে ডিট করে দীর্ঘদিন যাবত ব্যবসা করছি এনসিপির নেতা পরিচয় শাহাদাতসহ কিছু ছেলে ফেক্টরীর কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে জোরপূর্বক জুট নেওয়ার চেষ্টা করছে শুনেছি। আমরা কারো সাথে বিবাদে জড়াবো না কারখানার কর্মকর্তাদের সাথে কথা বলব। আর ফারুক খান ওমরা হজ্বে থাকায় তার সাথে যোগাযোগ করা যায় নাই।

গাজীপুর মহানগর এন সি পির মুখ্য সংগঠক তরিকুল ইসলাম এর মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে বলেন মহানগরীর গাছায় একটি ঘটনার কথা শুনেছি বিস্তারিত জানার চেষ্টা করছি। আহত শাকিল গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক, আর শাহাদাৎ গাজীপুর মহানগর সাহিত্য বিষয়ক সম্পাদক, বিস্তারিত জেনে বলতে পারবো।

শাহাদাৎ দীর্ঘদিন যাবত গাছায় জুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং থানায় মামলা বাণিজ্য ও বিভিন্ন দখল চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আলী নাছেরের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন। গাজীপুরের গাছায় আমি যুবশক্তির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এবিষয় টি খতিয়ে দেখবো, তবে যতটুকু জানতে পারছি এরা জুনিয়র নিজেদের ভিতরে হাতাহাতি করে ইনজুরি হয়েছে। শাকিল,  মুকিব ও শাহাদাৎ এর বিষয়ে জানতে চাইলে বলেন, দলের নাম ব্যাবহার করে, কোনো দখল বানিজ্য, থানায় মামলা বানিজ্য, বেআইনি প্রভাব বিস্তার ও অবৈধ ভাবে জুট ব্যাবসা করলে  আমাদের দলের যেই হোক কোন আইন বহির্ভূত কাজে আমরা সমর্থন করিনা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category