বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার (প্রথম ও দ্বিতীয় পর্ব) প্রদর্শন উপলক্ষে বৃহস্পতিবার রাতে উত্তরা মুগ্ধ মঞ্চে এক অনন্য আয়োজনের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ), ঢাকা মহানগর উত্তর। প্রজেক্টরের মাধ্যমে এই সাক্ষাৎকার প্রদর্শনের সময় উত্তরা এলাকা ছিল নেতাকর্মী ও দর্শকদের উপস্থিতিতে মুখরিত। তারেক রহমানের যুক্তিনির্ভর বক্তব্য, রাজনৈতিক দর্শন ও দেশ প্রেমের বার্তা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি বলেন তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তাঁর প্রতিটি কথা ও বিশ্লেষণ আজকের প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে লড়াই করার সাহস জোগায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমেদ বকুল, বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনির হোসেন ভূঁইয়া, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খান, তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য আব্দুল আলী, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রউফ এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার প্রদর্শনের পুরো সময়জুড়ে উপস্থিত নেতাকর্মীরা মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন। তারেক রহমানের প্রতিটি বক্তব্যে তারা উচ্ছ্বসিত করতালি দিয়ে সমর্থন জানান। অনেক নেতাকর্মী বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের বক্তব্য তাদের নতুন করে উদ্দীপ্ত করেছে।
হাজী মোস্তফা জামান বলেন,আজকের এই আয়োজনে প্রমাণিত হয়েছে বিএনপি জনগণের দল, এবং জনগণ এখনো তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ খুঁজে পায়। এই সাক্ষাৎকারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপি’র গণআন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা জানান, জিয়া সাইবার ফোর্সের এই উদ্যোগ দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।