নিজস্ব প্রতিনিধি
ঢাকা উত্তর সিটির উত্তরায় প্রাইভেট কারে এক্স নোয়া গাড়ির গোপন চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার। গোপন সূত্রের ভিত্তিতে প্রথমে প্রাইভেট কারের কোথাও মাদক খুজে পাওয়া যাচ্ছিলো না, এরপরে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে,ডগ স্কোয়াডে অনেক খোজাখুজি পরে নোয়া গাড়িতে বিশেষ চেম্বারে র্যাব ও ডগে স্কোয়াডের বিশেষ চেষ্টায় অনুসন্ধান করে এই ফেনসিডিলে উদ্ধার।
তথ্য মতে এক্স নোয়া গাড়ি পায়ের ব্রেকের পাশে থাকা সুইচ চাপ দিতেই খুলে যায় পেছনের সিলিন্ডারে নিচে লুকানো সারি সারি ফেনসিডিলের ৩০০ বোতল। র্যাব জানিয়েছে,ফ্লিমস্টাইলে প্রাইভেট কারে রাখা ফেনসিডিল লুকানো ছিলো। তথ্য নিয়ে জানা গেছে,এই ফেনসিডিল ভারত থেকে আসে এবং পরে দিনাজপুর ও কুষ্টিয়া হয়ে সেখান থেকে রাজধানীসহ দেশের সব জেলায় পাচার হয় এই ফেনসিডিল।
এ অভিযানের পর মোঃ সারোয়ার হোসাইন(অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১) জানিয়েছে,নোয়া গাড়ি গুলোতে দরজাগুলো হাইড্রলিক সিস্টেম থাকে কিন্ত এই গাড়িতে হাইড্রলিক সিস্টেম ছিলো না,হাইড্রোলিক সিস্টেমটা ছিলো সিলিন্ডারে নিচের চেম্বার খোলার সিস্টেম এবং অভিযানের সময় এই নোয়া গাড়িতে থাকা গোন হাইড্রোলিক সুইচ চাপ দিয়ে গ্যাস সিলিন্ডারের নিচে সেই বিশেষ চেম্বার খুলে এই মাদক উদ্ধার করা হয়।এ সময় র্যাব-১ এই বড় সিন্ডিকেটের হাবিবুর রহমান(৩৫) ও পলাশ(৩০) নামের ২ সদস্যকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন, সারা দেশে মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।