বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা মার্কা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ২ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবুল আনারস মার্কার প্রার্থী পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট ও বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী আবুল বাসার তালুকদার পেয়েছেন ১ হাজার ৪৪০ ভোট।
তালতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো. মোস্তফা কামাল বলেন, সকাল ৮.৩০মি. থেকে বিকেল ৪.৩০ মি. পর্যন্ত শারিকখালী ইউনিয়নে পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। নির্বাচনে হাত পাখা মার্কা প্রতীকের প্রার্থী মো. ফারুক খানকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করো হয়েছে।