মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাঃগঞ্জ জেলা প্রশাসনের বঙ্গবন্দ্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত সংবাদ সংগ্রহ করেতে গেলে সন্ত্রাসী আরিফ ইকবালের বাঁধা “ রাজধানী,উত্তরায় সাদিয়া সুলতানা তিথি এর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তা শিক্ষার্থীদের অবরোধ বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সাক্কুকে হারিয়ে মেয়র হলেন তাহসীন বাহার ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজ-সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাইলেন খসরু চৌধুরী উত্তরায় বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ উত্তরা বিআরটিএ সংঘবদ্ধ সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত চক্রের মূলহোতা মিজান এমপি হবার শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব ও মতামতহিউম্যান এইড এর বিশ্লেষণ ও গবেষণা ভিত্তিক প্রতিবেদন] কালীগঞ্জে পারুলী নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চজলছে।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঠাকুরগাঁও প্রতিনিদি:

 

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য এ আসনে ভোটগ্রহণ হচ্ছে।

 

সকাল সাড়ে ৮ থেকে ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নিবার্চনে ১২৮ কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এবার প্রথম বারের মত আসনটিতে ইভিএমএ ভোট হচ্ছে। সকাল থেকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইভিএমএ ভোট সহজে দিতে পারায় খুশি সাধারণ ভোটাররা। আইিনশৃংখলার কাজে নিয়োজিত রয়েছেন পুলিশ ৯০০ আনসার ১৫৭২ র‍্যাব ১০ টিম, বিজিবি ৭ প্লাটুন, বিচারিক ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন ছাড়াও নিবার্চন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক নিবার্চনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটারের উপস্থিতি কিছুটা কম। তাছাড়া আজ শীতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এ কারণে সাকাল বেলা ভোটারের উপস্থিতি কিছুটা নকম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন।

 

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন । ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নিবার্চন সম্পন্ন হবে।

ছয়জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মো: ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনা লিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পাটির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

,নিবার্হী ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com