শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে পুষ্পস্থবক বিনম্র শ্রদ্ধা প্রতারক হুমায়ুন কবির ও তার পরিবার মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত পলাশবাড়ীর বরিশাল ইউপি চেয়ারম্যানকে পদ হতে সাময়িক অব্যহতি প্রদান  বসন্ত বাতাসে সই গো বন্ধুর বাড়ির ‘জ্বরের ভাইরাস’ আমার বাড়ি আসে….. নাঃগঞ্জ জেলা প্রশাসনের বঙ্গবন্দ্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত সংবাদ সংগ্রহ করেতে গেলে সন্ত্রাসী আরিফ ইকবালের বাঁধা “ রাজধানী,উত্তরায় সাদিয়া সুলতানা তিথি এর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তা শিক্ষার্থীদের অবরোধ বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ভালুকায় বিয়ের দাবিতে অনশন প্রেমিকার, লাপাত্তা প্রেমিক

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

লিমা আক্তার : ভালুকা 

প্রতিশ্রুতি দিয়ে গভীর সম্পর্ক গড়ে বিয়ে না করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না দেয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন প্রেমিকা। প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তার পরিবার।

ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামসুর গ্রামে এ ঘটনা ঘটে। গত তিন দিন ধরে অনশনরত অবস্থায় প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন গার্মেন্টসকর্মী প্রেমিকা।

অভিযুক্ত প্রেমিক এর নাম তানভীর সে ধামসুর গ্রামের আকতার মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে।
প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘সে গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন।ফেইসবুক মেসেঞ্জারে তাদের পরচয়।গত তিন বছর ধরে তানভীরের সাথে তার প্রেমের সম্পর্কে ।

অনশনরত প্রেমিকা আরো বলেন, তানভীর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় আমি বাধা দিই। কিন্তু সে জোড়ালোভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে।’গভীর সম্পর্কের পর আমি তাকে (তানভীর) কে বিয়ের কথা বলায় সে তার পরিবারের কথা জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে সে নিজেই তার বাড়িতে আসতে বলে। আমি গত তিন দিন ধরে তার বাড়িতে অবস্থান করছি।

এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো।’
এবিষয়ে অভিযুক্ত প্রেমিক তানভীরের বাবা আকতার মিয়া বলেন, আমার ছেলে বাড়ি থেকে পালিয়েছে। স্থানীয় সাংসদসহ বিষয়টি আমি সবাইকে অবগত করেছি বাকিটা তারা দেখবেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান,আমরা এখন ও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com