মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন

রাজশাহী গোদাগাড়ী ৩ নং পাকরি ইউনিয়নে জমি নিয়ে বিরোধে, হামলায় আহত ২

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মিনাল ইসলাম

 

রাজশাহীর গোদাগাড়ীতে মাকান্দা ললিত নগর ৩ নং পাকরি ইউনিয়নের শরিফুল ইসলাম (৫০ ) পিতা: ইউসুফ শাহা ও শরিফুল ইসলাম এর ছেলে বানি ইসরাইল(২৫) কে পুরনো শত্রুতা জের ধরে শরিফুল ইসলামের জমিতে ভতি করা অবস্থায় , ৫ জন এসে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং জখম করে ।
বিবাদী ১। লোকমান আলী (৭০) পিতা আলী আকবর
২। শাহজালাল (২৮) পিতা: লোকমান আলী ৩ ।মিনহাজুল (২৫) পিতা: আনোয়ার আলী ৪। সেলিম (১৮) পিতা: আনোয়ার আলী ৫। শাকিব (১৫) পিতা: আনোয়ার
সর্ব সাং মাকান্দা ললিত নগর ৩ নং পাত্রী ইউনিয়ন থানা গোদাগাড়ী জেলা রাজশাহী।
৩০/১১/২০২২তারিখ সকাল ৮ টা ৩০ মিনিট এর দিকে
বাদী ও তার ছেলে জমিতে কাজ করছিল এ সময় উল্লেখিত বিবাদী হাতে হাসুয়া, লোহার রড, হাতুড়ি ও কোদালের হাতল নিয়ে দলবদ্ধ হয়ে এসে অবৈধভাবে তার জমিতে এসে গালি গালাজ করিয়া এলোপাথাড়ি মারধর শুরু করে এবং গুরুতর আহত করে।

গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতালে নিয়ে আসেন।প্রাথমিক চিকিৎসা শেষে আহত শফিকুল ইসলাম বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় বাদি লিখিত অভিযোগ করেন।
বাদী সুষ্ঠো তদন্তের মাধ্যমে সু বিচারের দাবি করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com