সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন

সিলেট বিভাগীয় প্রস্তুতি সভায় বিএমএসএস’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জীবন চৌধুরীর : সহ-সম্পদক

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মফস্বল সাংবাদিকদের সবচেয়ে বড় প্লাটফর্ম ও আস্থার প্রতীক। আগামী ৩রা ডিসেম্বর, ২০২২ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগীয় সম্মেলন। এ উপলক্ষ্যে গতকাল ২৯ শে নভেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব গোলাম রব্বানি পরিচালনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলরা। কেন্দ্রীয় চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, যুগ্ম সম্পাদক সুমি খান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন’র সিলেট আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সিলেটের দায়িত্বশীলগণ ও বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিকরা।

আগামী ৩রা ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধতনকর্মকর্তা ও বিভিন্ন দৈনিকের সম্পাদকগণ।

উল্লেখ্য যে, “সিলেট বিভাগীয় সম্মেলনে” চার জেলা থেকে দুই শতাধিক প্রিন্ট-ইলেকট্রিক এবং অনলাইন জার্নালের সাংবাদিকরা উপস্থিতি হবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন, বাস্তবায়ন কমিটির সভাপতি ওয়াহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানি।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com