শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন: খসরু চৌধুরী এমপি-১৮ হাজীগঞ্জ-শাহরাস্তির সহস্রাধীক পরিবারের মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ  ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে পুষ্পস্থবক বিনম্র শ্রদ্ধা

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা বরগুনা 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ নাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সাংবাদিকরা বলছেন, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাচালানি সিন্ডিকেটরা। মাদ্রাসার মাঠে ভাঙ্গারি মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা এই শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এই মামলার বাদী যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর রহমান।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অংকুজান পাড়া এলাকায় নির্মাণ হচ্ছে মেগা প্রকল্প ৩৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লোহা অ্যালুমিনিয়াম ও তামার তার চোরাচালান সিন্ডিকেট সদস্যরা পুলিশ, ডিবি পুলিশ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে বিপুল পরিমাণ টাকার এসব মালামাল পাচার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই সিন্ডিকেট সদস্যরা তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল লুট করে ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তারা এসব লোহা ও তামার তার বরিশাল,ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাচার করে। আর এই মালামাল মাদ্রাসার মাঠে রেখে ব্যবসা করছেন এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন এই সংবাদটি স্থানীয় দৈনিক দীপাঞ্চল ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট প্রশাসন তৎপর হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাচালান বন্ধ হয়ে যায়। এরপরই গত ৯ ফেব্রুয়ারি দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা করা হয়। এর বাদী চোরাচালানে জড়িত থানা রোড এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর। আর মামলার সাক্ষী হয়েছেন চোরাকারবারে জড়িত ব্যক্তিরাই।

মামলার বাদী ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এ ব্যাপারে বলেন, মাদ্রাসার মাঠে মালামাল রাখলে এত সমস্যার কি আর ও কথায় কথায় নিউজ করে। আমার কাছ থেকে চাঁদা নেয়, তাই ওরে মামলা দিয়ে দিছি।

এ বিষয়ে সাংবাদিক শাহাদাৎ হোসেন বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য ও চোরাকারবারিদের বিরুদ্ধে সাংবাদিকরা যেন সংবাদ প্রকাশ করতে সাহস না পা, তাই আমাকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা।

তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ভাঙ্গারি মালামাল নিয়ে কেউ নিউজ করলেই ব্যবসায়ীদের হাতিয়ার চাঁদাবাজি মামলা এর আগেও সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সাংবাদিক শাহাদাৎের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com