সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে স্বাভাবিক প্রসব সেবা ০৬/০৬/২০২৩ ইং
অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,এমসিএইচ সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাস্হাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৬জুন ) সকালে নাটোর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহফুজা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,স্বাভাবিক প্রসব সেবা অবহিত অবহিতকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে,একই সাথে বাল্যবিবাহ রোধ করতে পারলে স্বাভাবিক প্রসব সেবা আরো বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক এনামুল হক,বাগাতিপাড়া সহ কারি কমিশনার ( ভূমি ) সুরাইয়া মমতাজ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে ।