সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন

চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড আলাদা আলাদা অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শহিদুল ইসলাম: বিশেষ প্রতিনিধিঃ 

 

চট্টগ্রাম নগরীর সিএমপি পুলিশের পৃথক অভিযানে নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে মোট ৪ জন কে আটক করেছে পুলিশ টিম।

সিএমপি চট্রগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ জুলাই মোঃ রায়হান নামে যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় ১ জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল (মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

 

সে দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই-আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদির শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানাধীন দঃ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পাঞ্জর বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক।

বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল সেট উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে আটককৃতর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের আছে বলে জানান।

……….

ইপিজেড থানার ইয়াবা মামলা:

এদিকে সিএমপি পুলিশের সূত্রে জানায় ইপিজেডের খেজুরতলা বেড়ীবাধ (গোল-চত্তর)মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পুলিশের অভিযানে

২০,০০০(বিশ হাজার)ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী(মাহমুদুল হক)।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কতর্ব্যরত ডিউটি অফিসার।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com