রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের ৯তম মৃত্যু বার্ষিকী সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার সাংবাদিক হয়রানি মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন  জাতীয় শ্রমিক ফেডারেশন গাছা থানা কমিটির অনুমোদন উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে ,ব্রীজ থেকে উল্টে পড়লো যাত্রীবাহী বাস যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ” নাটোর বড়াইগ্রামে ভুয়া এএসআই আটক ঢাকার এক বাড়িওয়ালা অনন্য নজির স্থাপন করলেন

ঢাকা নবাবগঞ্জে আওয়ামী নেতার অপকর্ম ঢাকতে যুবলীগ নেতা কে নিয়ম বর্হিভূতভাবে বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা নবাবগঞ্জে আওয়ামী নেতার অপকর্ম ঢাকতে যুবলীগ নেতা কে নিয়ম বর্হিভূতভাবে বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে।গঠনতন্ত্রের কোন নিয়ম না মেনেই বহিষ্কার করা হয়েছে বারুয়াখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ খান কে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তি স্বার্থে যুবলীগ নেতাকে বহিষ্কারে ক্ষোভে ফুঁসছে যুবলীগের অনান্য ইউনিট।

জানা যায়,বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশাররফ মোল্লা ও তার স্হানীয় ভূমি খেকো চক্রের মন রক্ষা করতে বহিষ্কারের সিদান্ত নেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নুর আলম।যেখানে স্বাক্ষর করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি /সাধারণ সম্পাদক।তবে বিষয় টি জানেন না থানা যুবলীগ সভাপতি মোঃ সারোয়ার খান সারোয়ার।বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ মোশাররফ মোল্লার নেতৃত্বে দলিল লিখক পলাশ সরদার, রানা ইসলাম, মোঃ ওমড় ফারুক সহ একটি সিন্ডিকেট দীর্ঘ দিন এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অপকর্মে জড়িত।মোশাররফ মোল্লা র আপন বড় ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় বেপরোয়া হয়ে উঠে অপরাধ চক্রটি।অর্পিত সম্পত্তির ভোয়া কাগজ পত্র সৃজন পূর্বক সাধারণ মানুষের নিকট বিক্রির পায়তারায় লিপ্ত হয়ে মোঃ রাশেদ খান কে দলিল লিখতে বলায় তিনি অপারগতা প্রকাশ করলে তার বাড়ি ঘরে দফায় দফায় হামলা করা হয়।

ভেকু দিয়ে জোর -জবস্তি ঘুরিয়ে দেওয়া হয় তার ঘর,গাছ পালা।রাশেদ কে হত্যা করার প্রকাশ্য হুমকি সহ একের পর এক হামলা করেও তাদের আক্রোশ না মিটায় অন্যায়ভাবে রাশেদ খান কে যুবলীগের পদ হতে অব্যহৃতি দেওয়া হয়।অনুসন্ধানে জানা যায়, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশাররফ মোল্লা নিজ সন্তানের চিকিৎসা র কথা বলে ৫০ হাজার টাকা চাদা চেয়ে না পেয়ে সন্ত্রাসী দিয়ে ১২/৬/২৩ রাশেদ খানের বাড়ির নির্মান কাজ বন্ধ করে দেন। চক্রটি বারুয়াখালী ইউনিয়ন বড় কাউনিয়া কান্দি মৌজার আরএস খতিয়ান -৫ আরএস ৪২৩ ও ৪২৪ দাগের অর্পিত সম্পত্তির একটি ভূয়া ভ্রম সংশোধন দলিল ৬৩৬১ তারিখ ৩১/১২/৯৬।দলিল সৃজন করে দলিল লিখক পলাশ সরদার ও রানা ইসলাম নিজ নামে বায়না করে খতিয়ান সৃজন পূর্বক স্হানীয় পারুল বেগমের নিকট কতক অংশ ১০ লক্ষ ৫৫ হাজার টাকা বিক্রির নিমিত্তে ১.৭০০০০ টাকা বায়না গ্রহন পূর্বক রাশেদ খান কে দলিল রেজিস্টি করতে বললে রাশেদ তাতে রাজি না হওয়ায় ১৮/৭/২৩ তারিখ ছোট কাউনিয়া স্টান্ডে হামলা চালিয়ে আহত করেন।পর দিন ১৯/৭/২৩ তাদের প্রতারনার বিষয় টি লিখিত ভাবে সহকারী কমিশনার (ভূমি)নবাবগঞ্জ অবহিত করলে প্রায় কোটি টাকা বেআইনি আয় হতে বঞ্চিত হন চক্রের সদস্যরা।

এতে আরও ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা রাশেদ খান কে বাড়ি হতে ধরে বারুয়াখালী পুলিশ ফাঁড়িতে নিয়ে যান অতঃপর ফাঁড়ি পুলিশ তাকে প্রতারনা মামলায় জেল হাজতে প্রেরণ করেন।দীর্ঘ দিন হাজত বাস শেষে বাড়িতে ফিরে এলেও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করলে তাকে পালিয়ে বাঁচতে হচ্ছে।রাশেদের পিতা মোঃ সুলতান খান ২০১৩ সালে মধুসুদন সরকার মন্ডল হতে ক্রয় সুত্রে ১২ শতক জমির মালিকানা অর্জন করেন উক্ত দলিলে সাক্ষী হন দলিল লেখক পলাশ সরদার এবং তার ঘনিষ্ঠ বন্ধু প্রাণ গোবিন্দ হালদার।ক্রয়কৃত জমি ভোগ দখলে থাকা অবস্হায় মধুসূদন মন্ডলের ছেলে গোপাল মন্ডল ঢাকা জেলা সহকারী জজ আদালত একটি রেকড সংশোধন মামলা দায়ের করেন।যা এখনও চলমান তারপরও জমি দখল নিতে কয়েক দফায় হামলা করা হয়। নিজ পরিবার কে রক্ষা করতে মোঃ মোশাররফ মোল্লা সহ ৬ জনকে আসামী করে সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেন যুবলীগ নেতা রাশেদ খান।ঢাকা জেলার সিআর মামলা নং-৩৪১/২৩।দলীয় শৃংখলা ভঙ্গের কথা বলা হলেও রাশেদ খান কে বহিষ্কারে কোন শৃংখলা ই রক্ষা করা হয়নি।কারন দর্শানোর নোটিশ বা কেন তাকে বহিষ্কার করা হচ্ছে তাও জানানো হয়নি।সরকার বিরোধী বক্তব্য প্রদানের মিথ্যা অভিযোগ আনা হলেও তার কোন তথ্য প্রমান পাওয়া যায়নি।

কথিত বহিষ্কারের শিকার রাশেদ খান বলেন,গঠনতন্ত্রের কোন নিয়ম না মেনে অন্যায়ভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে।আমাকে এখন পালিয়ে বাঁচতে হচ্ছে। আমার পরিবারের লোকজন তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছে না।

এ ব্যপারে বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশাররফ মোল্লা নিকট বিষয় টি জানতে চাইলে তিনি পাল্টা রাশেদ কোথায় জানতে চেয়ে উত্তেজিত ভাষায় কথা বলে মোবাইল ফোন রেখে দেন।

নবাবগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি, মোঃ সারোয়ার খান সারোয়ার মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।তবে সাক্ষাতে বিষয় টি নিয়ে কথা বলবেন বলে জানান।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন ওমরা হজ্জে সৌদি আরব অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি নি।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com